Blog

Keep up to date with the latest news

গ্রাজুয়েশনের পাশাপাশি সিএমএ ডিগ্রি অর্জন করা কি সম্ভব?

আপনার ক্যারিয়ার পথ যদি হয় একাউন্টিং, ফাইন্যান্স বা রিলেটেড ফিল্ডগুলোর দিকে, তাহলে সিএমএর মতো প্রফেশনাল ডিগ্রি সেখানে যোগ করতে পারে এক ভিন্ন মাত্রা ৷ এখন প্রশ্ন হল কখন শুরু করা বুদ্ধিমানের কাজ? বা চাকরির সাথে সিএমএ তো অনেকেই করেন, তবে ক্যারিয়ারে এগিয়ে থাকার জন্য গ্রাজুয়েশন চলাকালীন শুরু করাটা কি আসলেই বুদ্ধিমানের কাজ??

আইসিএমএবি এর নিয়ম অনুসারে আপনি গ্রাজুয়েশন চলাকালীন Intermediate Entry Route (IER) এ ভর্তি হলে আপনাকে মোট ৫ লেভেলে ২০টা পেপার পরীক্ষা দিতে হবে, অর্থাত কোন Exemption নেই ৷আর গ্রাজুয়েট হলে আপনাকে ৪ টি লেভেলে ১৭ টি পেপার পরীক্ষা দিতে হবে, পাবলিক ইউনিভার্সিটির বিবিএ/তালিকাভুক্ত ভার্সিটিগুলোর একাউন্টিং/ফাইন্যান্স মেজর হলে (রেজাল্টের শর্তপূরণ সাপেক্ষে) পেয়ে যাবেন আরো ৪ টি Exemption, অর্থাত মাত্র ১৩ টি পেপার পরীক্ষা দিতে হবে ৷তাহলে প্রশ্ন আসতে পারে কেন আমি গ্রাজুয়েশনের আগে শুরু করবো?

উত্তর হল এগিয়ে থাকার জন্য ৷ তবে এখানে কিছু ট্রেড অব আছে, যা আপনাকে লক্ষ করতে হবে ৷প্রথমত গ্রাজুয়েশন হল Terminal Degree, যেখানে সিএমএ হল Value Additive Degree. দ্বিতীয়টা সারা জীবনই করা যাবে, তাই এটা করতে গিয়ে মেইনটার রেজাল্টকে Affect করে ফেলা কখনই বুদ্ধিমানের কাজ নয় ৷ তবে এই Disruption কে যথাযথভাবে ম্যানেজ করে Optimization এর দিকে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ ৷ হ্যাঁ, দুই পড়াশোনা যথাযথভাবে মেইনটেইন করা অবশ্যই চ্যালেঞ্জিং, তবে চ্যালেঞ্জ গ্রহন করলে তার জন্য পুরষ্কারও আছে ৷সিএমএ কোয়ালিফিকেশন একজন ফ্রেশারকে Fundamentally ই আলাদা করে দিতে পারে, এমনকি গ্রাজুয়েশন চলাকালীন Operational/Management লেভেল পর্যন্ত পাস করতে পারলেও কিছুটা এগিয়ে থাকা যায়, এবং পরবর্তী লক্ষ্যগুলো অর্জনে এটি সহায়ক ভূমিকা পালন করে ৷

এখন আসুন, কাদের উচিত গ্রাজুয়েশন চলাকালীন সিএমএ শুরু করা?

-আপনি যদি বিবিএ, স্পেশালি একাউন্টিং/ফাইন্যান্সে মেজর হন ৷
(এক্ষেত্রে দুইটার ক্যারিকুলামে বিস্তর মিল পাবেন, যা আপনাকে সহজেই নলেজ এবং বিজনেস লেভেল পাস করতে হেল্প করবে ৷)
-আপনার যদি যথেষ্ট কনফিডেন্স থাকে ৷
-ভার্সিটির রেগুলার পড়াশোনা, টিউশন বা অন্যান্য দায়িত্ব পালন করার পরেও কিছু সময় হাতে থাকে সিএমএ এর পড়াগুলো দেখার জন্য ৷
(আপনি যদি প্রথম Criteria মিট করেন, খুব বেশি/রেগুলার পড়াশোনা না করেও হয়তো প্রথম/দ্বিতীয় লেভেল পাস করতে পারবেন, তবে এখানে দেয়ার মতো নূন্যতম সময় যদি না থাকে, সেক্ষেত্রে ভর্তি হবেন কিনা সেটা আরেকবার ভেবে দেখা উচিত বলে আমি মনে করি ৷)
-প্রথমোক্ত Criteria মিট না করা সত্ত্বেও আপনি যদি সিএমএ পড়তে চান ৷
(সেক্ষেত্রে আপনাকে ভাল পরিমাণ সময় বের করতে হবে একাউন্টিং/ফাইন্যান্স/বিজনেসের ব্যাসিক তৈরী করার জন্য ৷)

এখন আসি ভর্তির পরের Approach টা কি হওয়া উচিত ৷ এক্ষেত্রে আপনার দুইটা হাতে Option আছে-

1. নলেজ এবং বিজনেস লেভেল পাস করে দ্রুত এগিয়ে যাওয়া ৷
2. নলেজ লেভেল পাস করে বিজনেস লেভেল Skip করে/শুধু GE05 (Non-exempted paper) পরীক্ষা দিয়ে Operational Level (Level-3) কনটিনিউ করা ৷ সেক্ষেত্রে গ্রাজুয়েশন শেষে ICMAB ERP তে তথ্য আপডেট করার পর যোগ্যতার ভিত্তিতে আপনি বাকী চারটি পেপার Exemption পেয়ে যাবেন ৷ তবে এই Option এর সীমাবদ্ধতা হল গ্রাজুয়েশন চলাকালীন আপনার সিএমএ গ্রোথ Operational Level পর্যন্ত সীমিত থাকবে ৷

এখন আসি কার কোন অপশনটা বাছাই করা উচিত

-আপনার যদি নলেজ এবং বিজনেস লেভেলের সাবজেক্টগুলোতে ভাল দখল থাকে/পড়ে ব্যাসিক ভাল করতে চান, ভাল পরিমাণ সময় থাকে, দ্রুত পাস করার ইচ্ছা এবং সাথে কনফিডেন্স থাকে কিংবা Exemption পাওয়ার কোন সম্ভাবনা না থাকে, তবে প্রথম অপশনটি আপনার জন্য ৷

-আপনার যদি Exemption Criteria মিট করার সম্ভাবনা থাকে এবং প্রেসার কম নিয়ে সিএমএ তে মোটামুটিভাবে এগিয়ে থাকতে চান, তবে দ্বিতীয় অপশনটি আপনার জন্য ৷ তবে এটির সীমাবদ্ধতা হল ব্যাসিক স্ট্রং না থাকলে Operational Level কনটিনিউ করাটা (বিশেষত P1,F1 পাস করা) কঠিন হয়ে যায় ৷

এখন আসি পড়াশোনার Approach টা কেমন হওয়া উচিত তা নিয়ে ৷

-যেহেতু দুইটা একসাথে কনটিনিউ করবেন, তাই পড়াশোনার ক্ষেত্রে আপনাকে Strategic Move নিতে হবে ৷
-দুইটা সিলেবাসে মিল থাকলে চেষ্টা করবেন ভার্সিটির পড়া আর সিএমএর পড়া মিলিয়ে পড়তে ৷
-Overlapping অংশগুলো নতুন করে পড়ার দরকার নেই
-চেষ্টা করবেন অজানা/নতুন টপিক/কনসেপ্টগুলো বেশি ফোকাস করার ৷
-শুধু পাস করা নয়, বরং আগে পড়া Concept/Understanding এর গ্যাপগুলো খুজে বের করা এবং সর্বোপরি আত্নোন্নয়ন (Self Development) হওয়া উচিত আপনার প্রধান মোটিভ ৷
-এক্সামের আগে চেষ্টা করবেন একটা ভাল প্রিপারেশন নিয়ে এক্সামে বসার ৷

(ভিন্নমত থাকতেই পারে, সবার Approach আলাদা ৷ কথাগুলো ব্যক্তিগত Perspective থেকে লেখা)

আশা করি গ্রাজুয়েশন চলাকালীন সিএমএ শুরু করা নিয়ে একটা ভাল ধারণা দিতে পেরেছি এই পেস্টে ৷ আসলে সঠিক সময়ে গৃহীত একটি সঠিক সিদ্ধান্ত আপনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভ্যালু এড করতে পারে ৷ শুভকামনা সবার জন্য ৷

লিখেছেন-
Jakariya Utshab
BBA(Finance),DU
CMA Operational Level, ICMAB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *