Blog

Keep up to date with the latest news

Benefit Of CA Articleship

যতদিন আর্টিকেলশিপ/শিক্ষানবিস হিসেবে ফার্মে থাকবেন সম্ভাব্য কী ধরণের কাজগুলো প্রত্যক্ষভাবে আপনি
শিখতে ও করতে পারেনঃ

• Asset Valuation এর অভিজ্ঞতা;

• Asset Verification এর অভিজ্ঞতা;

• Branch Audit (Franchise, Liaison Office) এর অভিজ্ঞতা;

• Charity Audit এর অভিজ্ঞতা;

• Circulation Reports (এই ধরেন, ম্যাগাজিন) প্রস্তুত করার অভিজ্ঞতা;

• Cost/Benefit Reports প্রস্তুত করার অভিজ্ঞতা;

• Due Diligence Reports প্রস্তুত করার অভিজ্ঞতা;

• Environmental Audit এর অভিজ্ঞতা;

• Forensic Accounting (Outsourced) এর অভিজ্ঞতা;

• Fraud Investigations এর অভিজ্ঞতা;

• Governmental Assurance (Cash Incentive) এর অভিজ্ঞতা;

• Gratuity Fund (GF, ঐযে ঐ জিএফ না আবার! �� ) অডিট এর অভিজ্ঞতা;

• Internal Audit (Outsourced Internal Control Report) এর অভিজ্ঞতা;

• Inventories and Receivables Reports প্রস্তুত করার অভিজ্ঞতা;

• Interim Financial Statement (Outsourced Accounting Service) প্রস্তুত করার অভিজ্ঞতা;

• IPO Accounts প্রস্তুত করার অভিজ্ঞতা;

• MNC, NGO, সরকারি প্রতিষ্ঠান (কর্পোরেশান, ব্যুরো, অধিদপ্তর) দেশীয় কোম্পানি (Garments, Manufacturing,
Trading), বীমা (ইনস্যুরেন্স), সকল ধরণের ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো অডিট এর অভিজ্ঞতা;

• Pension Fund/Pension Scheme অডিট এর অভিজ্ঞতা;

• Provident Fund (PF) অডিট এর অভিজ্ঞতা;

• Remittance Calculation অডিট এর অভিজ্ঞতা;

• Reports on Business Plans or Projections প্রস্তুত করার অভিজ্ঞতা;

• Reports on Website Security ((এই ধরেন, IT Investigation কিংবা WebTrust) এর কাজের অভিজ্ঞতা;

• Reviews of Specialist Business Activities এর কাজের অভিজ্ঞতা;

• Royalty Transfer এর অভিজ্ঞতা;

• RJSC (Register of Joint Stock Company) তথা কোম্পানি গঠন কিংবা পরিচালনায় পরামর্শ সেবার অভিজ্ঞতা;

• Solicitors' Audit এর অভিজ্ঞতা;

• Superannuation Fund অডিট এর অভিজ্ঞতা;

• Tax Return পূরণ, Tax Planning ও Value Added Tax ভ্যাট ও অন্যান্য শুল্ক হিসাবনিকাশের এর অভিজ্ঞতা;

• Transfer Pricing এর কাজের অভিজ্ঞতা;

• Workers’ Profit Participation Fund (WPPF) অডিট এর অভিজ্ঞতা ও;

• অন্যান্য ।

#CA_Articleship #Area_of_working
All rights reserved by the Professional Academia Admin panel.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *