Blog

Keep up to date with the latest news

ইন্টারভিউ নেওয়ার এক ভিন্ন অভিজ্ঞতা

গেল শনিবারের কথা আমাদের মেহেদীবাগস্থ ওক লাউঞ্জে এমটিও নিয়োগের প্রাথমিক পর্বের ইন্টারভিউ করছিল আমাদের এইচআর ডিপার্টমেন্ট হাজার সিভি থেকে অনেক যাচাইবাছাই করে পিপোল ম্যানেজমেন্টের চৌকস মেম্বার রঞ্জিত, তাসফিয়া আর ফাতেমা একটা শর্ট লিস্ট করে ওই প্রার্থীদের সাক্ষাৎকার ছিল ওইদিন আমাকে তাসফিয়া ওই বাছাই প্রক্রিয়া অবজার্ভ করতে সকাল ১১ টা থেকে লাউঞ্জে থাকতে অনুরোধ করেছিল আমি সময় মতোই উপস্থিত হই সেখানে  

 

তো বাছাইকৃতদের ইন্ট্রোডাকশন পর্ব চলছিল প্রতি জনের জন্য আলাদা আলাদা নির্ধারিত বিষয়ে তাদেরকে পিচ করতে হচ্ছিল  

 

এর মাঝে আমি কিছু সিভি নাড়াচাড়া করছিলাম একজনের সিভিতে আমার চোখ আটকে গেল দেশের অন্যতম সেরা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ইকনমিক্স এন্ড ব্যাঙ্কিং স্নাতক এবং স্নাতকত্তোর করা জনি সরকারের অসাধারণ সিজিপি গড়, . আউট অব .০০ ! খুবই গর্ব করার মতো রেজাল্ট  

 

তাকে প্রশ্ন করলাম, জনি জীবনে কি নিয়ে আপনি খুব গর্ব করেন

আমাকে অবাক করে দিয়ে সে উত্তর দেয়আমার বাবাকে নিয়ে

আমার কৌতুহল বেড়ে যায় ? ফের প্রশ্ন করি, কেন

স্যার, আমার বাবা একজন গাড়ী চালক জীবনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো যথেষ্ট টাকা পয়সা আমার বাবার ছিলনা তারপরও অমানুষিক পরিশ্রম করে, সিফ্টে কাজ করে তিনি আমার ৫০ % টিউশন ফি জোগাড় করেছেন বাকি টাকা আমি টিউশনি করে আর বিশ্ববিদ্যালয় স্টাইফেন্ড থেকে ম্যানেজ করেছি আপনিই বলুন স্যার, আমি আমার বাবাকে ছাড়া আর কাকে নিয়ে গর্ব করব ? কী নিয়ে গর্ব করব

 

জনির সাথে আলাপের বাকী গল্পটা অন্যদিনের জন্য তোলা থাক আমি বরং দেশের একটি সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করা মেশারফ হোসেনের গল্পটা বলি  

 

মোশারফকে প্রথম দেখাতেই ভালো লাগল কমপ্লিট স্যুটটাই পরা, কেতাদুরস্থ বেশভুশায় পিচ করা শুরু করল সে তার পিচিং আমার খুব পছন্দ হলো চোস্ত ইংরেজীতে দারুণ ছিল তার উপস্থাপনা  

 

আমি তাকে জিজ্ঞেস করলাম, মোশারফ, আপনি তো ভীষণ স্মার্ট মানুষ, যেমন পোশাকে, তেমনি কথায় তা আপনার বাবা কি করেন

স্যার, রঙ মিস্ত্রী ! চোখমুখ উজ্জ্বল করে বলল সে  

আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম আমাকে স্বাভাবিক করতেই হয়ত মোশারফ বলল, একটা কথা বলতে পারি স্যার

হ্যা হ্যাবলুন  

স্যার, আজকে বাসা থেকে বের হবার সময় বাবা জিজ্ঞেস করছিলেন কই যাচ্ছি ? আমি এখানকার ঠিকানা বলার পর তিনি বললেন, ওহ, হোয়াইট ওক লাউঞ্জ ! ওই লাউঞ্জের রঙের কাজ তো আমি করেছি

 

বিশ্বাস করুন কথাগুলো বলার সময় গর্বে মোশারফের ফর্সা মুখ রঙিন হয়ে উঠছিল  

 

আমি তার বাবার নাম জিজ্ঞেস করলাম  

সে নাম বলল আমি উনাকে চিনতে পারলাম বললাম, আপনার বাবাকে আমার শ্রদ্ধা জানাবেন  

 

এই দুটো ঘটনাই আমার মনে অন্যরকম তোলপাড় তৈরী করে দিয়েছে কী অবিশ্বাস্য গৌরবে জনি আর মোশারফ তাদের পিতার পরিচয় তুলে ধরল ! এরপর থেকেই আমার মাথা থেকে বিষয়টা আর যাচ্ছেনা  

 

আমিতো বহু তরুণের সাথে মিশি তোমাদেরকেই প্রশ্ন গুলো তাই করি তোমাদের অনেকেই দেখি বাবার টাকাপয়সা নিয়ে, দামী বাড়ীগাড়ী নিয়ে, সামাজিক মর্যাদা নিয়ে, রাজনৈতিক পরিচয় নিয়ে, জাতপাত নিয়ে গর্ব করো  

 

বাবাকে নিয়ে প্রত্যেক সন্তান গর্ব করবে এটাই স্বাভাবিক বাবাদের অনেক ত্যাগ থাকে সন্তান মানুষ করতে এখন তোমার বাবা কোন পথে আয় করে তোমাকে বড় করছেন সেটা কী তুমি জানো

যে তুমি তোমার বাবার বিত্তবৈভব নিয়ে গর্ব করো, তুমি তোমার বাবাকে কখনো জিজ্ঞেস করেছ, তার টাকার উৎস কি

 

দুর্নীতি করে, ঘুষ খেয়ে, জনগনের টাকা মেরে দিয়ে যে টাকার পাহাড় তোমার বাবা তোমাকে দিয়ে যাচ্ছেন সেই সম্পদ নিয়ে কী তুমি সত্যিই গর্ব করো

 

একটু ভাবোতো ! অসৎ পথে উপার্জনকৃত টাকা দিয়ে যে পড়াশোনা তোমাদের করানো হচ্ছে, যে ডিগ্রী তোমরা নিচ্ছ, আদতে তা নিয়ে তোমরা কতটা গর্বিত

 

একটু জনির কথা ভাবো, মোশারফের কথা ভাবো তারা যতটা গর্বিত তাদের বাবাকে নিয়ে তোমরা কি তাদের মতো বুকে হাত দিয়ে সৎ সাহসে বলতে পারোআই অ্যাম প্রাউড অফ মাই ফাদার

 

না, পারার কথা না বরং লজ্জা পাওয়ার কথা  

 

আমি নিজেও জনি আর মোশারফের বাবার মতোই একজন শ্রমিক হ্যাঁ, হয়তবা প্রতিষ্ঠানের প্রধান শ্রমিক ওদের মতো আমিও আমার বাবাকে নিয়ে গর্ব করি আমি চাই আমার সন্তানরা বড় হয়ে যেন আমাকে নিয়ে সত্যিকারের গর্ব করতে পারে তারা যেন বুক ফুলিয়ে বলতে পারে, আমার বাবা একজন সৎ মানুষ !

@Tanvir Shahriar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *