Blog

Keep up to date with the latest news

নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ

. বকেয়া চেক (Outstanding Check): দেনার বিপরীতে চেক ইস্যু করা হয়েছে এবং তা নগদান বইতে 

লিপিবদ্ধ করা হয়েছে কিন্তুচেকটি যদি ব্যাংকে উপস্থাপন করা না হয় তাকে বকেয়া চেক বলে বকেয়া চেকের কারণে নগদান বই ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে পার্থ্যক্য দেখা যায় 

 

. পথিমধ্যে জমা (Deposit In Transit): ব্যাংকে জমা দেয়ার জন্য টাকা পাঠানো হয়েছে এবং নগদান 

বইতে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু কোনো কারণে তা ব্যাংক বিবরণীতে আসে নাই এমন ঘটনাকে পথিমধ্যে জমা বলা হয় এর জন্যও নগদান বই ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখা দেয়

 

. ব্যাংক চার্জ ধার্যকৃত সুদ (Bank Charge & Interest): ব্যাংক গ্রাহককে বিভিন্ন সেবা প্রদানের জন্য 

অনেক সময় কিছু টাকা কেটে নেয় বা অনেক সময় ব্যাংক জমাতিরিক্ত বা ঋণের জন্য সুদ কর্তন করে থাকে যা তাৎক্ষণিকভাবে গ্রাহক জানতে পারে না তাই এগুলো নগদান বইতে লিপিবদ্ধ করা হয় না এজন্য নগদান বই ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে পার্থক্য হয়ে থাকে

 

 .অনাদায়ী চেক (Uncollected  Check): ক্রেতার নিকট প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা প্রদান করা হয়েছে কিন্তু উক্ত চেক ব্যাংক আদায় করেনি এক্ষেত্রে চেক ব্যাংকে জমা দেওয়ার সময় নগদান বইয়ের জের বৃদ্ধি করা হয়েছে কিন্তু ব্যাংক উক্ত চেক আদায় না করায় ব্যাংক বিবরণীতে হিসাবভুক্ত না হওয়ায় নগদান বইয়ের জের ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্য দেখা দেয়

 

. পর্যাপ্ত জের না থাকা (Non Sufficient Fund): পাওনা টাকার বিপরীতে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেয়ার পর চেক দাতার ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ফেরত আসাকে  NSF Checkবলে যখন ব্যাংকে চেক জমা দেয়া হয় তখন নগদান বইতে ব্যাংক জের বাড়িয়ে দেওয়া হয় কিন্তুচেকটি NSF এর কারণে ফেরত আসলে ব্যাংক বিবরণীতে উক্ত টাকা দেখানো হয় না ফলে নগদান বই এর জের ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্য দেখা যায় 

 

. ভুল (Errors): কখনও কখনও প্রতিষ্ঠানের হিসাবরক্ষক কিংবা অনেক সময় ব্যাংকের কর্মকর্তাদের ভুলের কারণে নগদান বই ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্য দেখা যায় যেমন টাকার অঙ্কে কম বা বেশি লেখা, একজনের হিসাবের টাকা অন্যজনের হিসাবে লেখা অথবা আদৌ হিসাবের বইতে না লেখা প্রভৃতি 

 

. মঞ্জুরকৃত সুদ (Interest Allowed): অনেক সময় ব্যাংক জমা টাকার উপর সুদ প্রদান করে থাকে যা তাৎক্ষণিকভাবে জানা যায় না আর কারণেও নগদান বইয়ের জের ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্য দেখা যায় 

 

. ব্যাংক কর্তৃক সরাসরি আদায় (Direct Collected By Bank): অনেক সময় ব্যাংক গ্রাহকের পক্ষে টাকা 

আদায় করে থাকে কিন্তু গ্রাহক বিষয়টি তাৎক্ষণিক জানতে পারে না ফলে নগদান বইতে সংক্রান্ত

 লেনদেন লিপিবদ্ধ হয় না আর এজন্য নগদান বইয়ের জের ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্য দেখা দেয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *