Blog

Keep up to date with the latest news

ফিনটেক – এক সম্ভাবনার দুয়ার

ফিনটেক কথাটি অচেনা লাগলেও আপনার আমার জানার মধ্যেই আছে কিনতু  আবডেটেড না বলে জানার পরিধি কম হয়ে যাচ্ছে

সহজভাবে বলতে গেলে ফিন্যান্স এর ফিন আর টেকনলজির টেক মিলে হয়ফিনটেক(FINTECH)

তাহলে বলা যায়,ফিন্যান্স টেকনলজির মিলে একটি কাজকে যখন নতুনধারায় নিয়ে যাওয়া হয় তখন  তাকে ফিনটেক বলেফিনটেক আসলে প্রক্রিয়াগত পরিবর্তন সাধন করে বর্তমানে অনেকগুলো বিষয়ের মধ্যে অন্যতম একটি  হচ্ছে ফিনটেক(FINTECH) ফিনটেকের বাস্তবতার দাবি, আপনার জীবনকে বদলে দিবে 

Investopedia বলা হয়েছে, Financial technology (Fintech) is used to describe new tech that seeks to improve and automate the delivery and use of financial services.

অর্থ প্রদান,বীমা, ঋণ,সম্পদ ব্যবস্থাপনা অন্যান্য অার্থিক  সাবসিডিয়ারি  পরিসেবা দিয়ে থাকে ফিনটেক(FINTECH)আমেরিকার ওয়ারবার্গ  পিনকাস,ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এম এন , চিনের অ্যান্ট ফিন্যান্সিয়াল,দুবাইয়ের  ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডি এম সিসি  বিশের অন্যতম ফিনটেক কোম্পানি

আধুনিক আর্থিক পরিসেবা খাত ৪০০ বছরের পুরনো তবুও ৩৫ এর বেশি মিলিয়নের  মানুষের ব্যাক একাউন্ট নেই যার কারনে অর্থনেতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে আর অব্যাহতি থেকে বের হতে দরকার সঠিক কাঠামো ফিনটেক এর ব্যাবহার ফিনটেক দেশে জাল মুদ্রার প্রচারের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করবে, বীমার কাজে অগ্রগতির সূচনা হবেআর কেনোই বা হবেনা, ফিনটেক এর মাধ্যমে অল্পখরচে অপেক্ষাকৃত বেশি উন্নয়ন সেবা সম্ভব

অনেক রেস্তোরায় দেখা যায় নগদে লেনদেন হয়না, তাহলে পরিস্থিতি বলে, আগামী কয়েক বছরে দেখা যাবে ফোন ইন্টারনেট ভিত্তিক  লেনদেনের প্রসার বেড়েছে

Zahiduzzaman, CSAA, CIFE, CFP

Ph.D. Fellow of Islamic Banking @ Dhaka University

Certified Shari’a Adviser & Auditor (CSAA, AAOIFI)

Certified FinTech Professional (HKU, ACIPA, HKUST, UM, CBS, UCT)

আরো বিস্তারিত জানতে গ্রুপে চোখ রাখুন https://www.facebook.com/Vacancy.Hunting/

তাহলে লকডাউন হোক আরো শিক্ষাময়ীকারন আমরা একটি সুন্দর দেশ চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *